আজ খেলোয়াড় ড্রাফট থেকে ছয়টি দলই পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে। খেলোয়াড় নিলামের মতো রোমাঞ্চ না থাকলেও খেলোয়াড়দের ড্রাফট ঘিরেও আগ্রহ থাকে অনেকের। জাতীয় দলের কোন খেলোয়াড় কোন দলে গেলেন, কত টাকা পাচ্ছেন,
এ নিয়ে চলে আলোচনা।জাতীয় দলের খেলোয়াড় হিসেবে কাউকে নির্দিষ্টভাবে বেছে নেওয়া কঠিন। ঘুরেফিরে গত কয়েক বছরে অনেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলেছেন।এঁদের মধ্যে অনেকেই এখন দলের বাইরে আছেন, অনেকেরই
জাতীয় দলে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই ২০২১ সালে যাঁরা জাতীয় দলের হয়েআন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তাঁদেরই বিবেচনা করা হয়েছে। এ কারণে মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েসদের এই হিসাবে আনা হয়নি।এ বছর তিন সংস্করণ
মিলে ৪৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন সংস্করণে মোট ৩৪ জন ক্রিকেটার খেলেছেন। এঁদের মধ্যে হাসান মাহমুদ ও মোহাম্মদ সাইফউদ্দিন চোটে পড়ায় ড্রাফটেই ছিলেন না। বাকিদের মধ্যে মোট ২৮ জন দল পেয়েছেন।