বিপিএল শুরু হবে ২১শে জানুয়ারি থেকে। বর্তমানে কোনো একটি টুর্নামেন্টে ডিআরএস না থাকা মানে নিশ্চিতভাবেই বিতর্কের অবকাশ রেখে দেওয়া। ডিআরএসের প্রয়োগ ও বিদেশি আম্পায়ারের জন্য আইসিসির সাহায্য চেয়েছিল বিসিবি। তবে সমাধান মেলেনি। ওমিক্রনের সংক্রমণের কারণে বিশ্বজুড়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়াতেই ডিআরএস রাখা যাচ্ছে না বলে দাবি বিপিএল গভর্নিং কাউন্সিলের।
এখনো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পেলেও বিধ্বংসী ব্যাটিংয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ সুনাম কুড়িয়েছেন কেনার লুইস। এই ক্যারিবীয় ব্যাটসম্যান প্রথমবারের মতো খেলতে এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন তিনি। আজ (মঙ্গলবার) মিরপুরে প্রথম দিনের অনুশীলনের পর জানান, বিপিএলে ব্যাট হাতে ঝড় তুলতে চান।
এক ভিডিও বার্তায় কেনার বলেন, ‘প্রথমবারের মতো বিপিএল খেলতে যাচ্ছি, এ জন্য আমি উদগ্রীব। এখানে আসতে পেরে ভালো লাগছে। নিশ্চিতভাবেই আপনারা কিছু বিগ হিট দেখতে পাবেন। আশা করছি, সেগুলো উপভোগ করবেন।’
৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৩১টি ম্যাচ। যেখানে তার স্ট্রাইক রেট ১৩০ এর ওপরে। ৪ ফিফটিতে ৩০ ম্যাচে ৬৬৭ রানের মালিক তিনি। ব্যাটিংয়ের ধরনের কারনে কেনারকে তুলনা করা হয় ব্যাটিং দানব ক্রিস গেইলের সঙ্গে। কেনার নিজেও চান সেভাবেই নিজেকে তৈরি করতে।
বলছিলেন, ‘কিংবদন্তির সাথে আমাকে তুলনা করাটা অবশ্যই সম্মানের বিষয়। আমি নিজেকে তার (ক্রিস গেইলের) মতো করে গড়ে তুলতে চাই, দিতে চাই নিজের সেরাটা।’