চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মিনিস্টার গ্রুপ ঢাকার, পর মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি, উন্মোচন করেছে বিপিএলের দল ফরচুন বরিশাল। সাকিব আল
হাসানের নেতৃত্বে ট্রফির জন্য লড়বে বরিশালের ,দলটি। টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল গড়েছে বরিশাল। টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা
ক্রিস গেইল, অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো, আফগান স্পিনার মুজিব উর রহমানরা এবার দলটির হয়ে খেলবেন। হেড কোচ হিসেবে থাকছেন খালেদ, মাহমুদ সুজন।
বিপিএলের বিদেশি ক্রিকেটাররা একে একে ,আসতে শুরু করেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাইপ্রোফাইল তারকা ফাফ ডু প্লেসিস এরই মধ্যে ঢাকায় ,
রাখবেন গেইল-মুজিব? ভেতরের খবর, এবারের বিপিএলে শুরু থেকে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট গেইলের। একই কথা প্রযোজ্য আফগান, স্পিনার মুজিবের বেলায়.
সুজন বলেন, ‘গেইল-মুজিবের কেউই শুরুর, দিকে আসছে না। ওরা শুরু থেকে আসলে হয়তো হিসাবটা অন্যরকম থাকতো।’ গেইল-মুজিব, তাহলে কবে
আসছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ‘গেইল তৃতীয় ম্যাচ থেকে হয়তো খেলতে পারবেন। আর মুজিব ঢাকায় প্রথমপর্ব মিস করবেন। মুজিবকে, চট্টগ্রামপর্ব থেকে হয়তো পাবো’ উত্তর সুজনের।
জার্সি উন্মোচন অনুষ্ঠান বরিশালকে বিপিএলের ট্রফি,এনে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। টুর্নামেন্টের গত ৭ আসরে শিরোপা জিততে পারেনি ,দলটি। বাঁহাতি এ অলরাউন্ডার বলেছেন, ‘আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ।
আমরা সবাই মিলে চেষ্টা করবো বরিশালবাসীকে, বিপিএলের ট্রফি এনে দিতে। সবগুলো দলই ভালো। নির্দিষ্ট দিনে আমাদেরকে নিজেদের সেরাটা, খেলতে হবে। আমাদের দলের সবাই ফিট আছে। এখানে মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়ন, হওয়া সম্ভব।’