বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর, আগেই বড়সড় চমক দেখাল সিলেট সানরাইজার্স ফ্রাঞ্চাইজি। ক্যারিবীয় সুপারস্টার লেন্ডল সিমন্সকে দলে, ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজি। এক বিবৃতিতে সিমন্সকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে
সিলেট ,সানরাইজার্স।এই দলে বিদেশি তারকাদের মধ্যে আরও, রয়েছেন ইংল্যান্ডের রবি বোপারা, শ্রীলংকার দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো পেরেরা, ওয়েস্ট ইন্ডিজের ,কেসরিক উইলিয়ামস, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম এবং সংযুক্ত আরব
আমিরাতের সিরাজ, আহমেদ।এবার তাদের সঙ্গে যুক্ত হলেন লেন্ডল, সিমন্স। ত্রিনিদাদ ও টোবাগোর পোর্ট অব স্পেনের এই ক্রিকেটার মূলতঃ ডানহাতি ব্যাটার। দলের প্রয়োজনে, মাঝে-মধ্যে ডানহাতি মিডিয়াম পেস বোলিং করে থাকেন। এছাড়াও
তিনি উইকেটকিপার হিসেবে ,দারুণ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৬ ম্যাচে সিমন্সের রানসংখ্যা ৭৬১।সিলেট সানরাইজার্সের স্কোয়াড-: তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল (শ্রীলংকা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন
ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু,রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত), মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয়, লেন্ডল সিমন্স।