ক্রিস গেইল ও সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জিততে চান ডোয়াইন ব্রাভো।সাকিবকে বিশ্বসেরা মেনে তার সঙ্গে মাঠে নামার অপেক্ষায় এই ক্যারিবিয়ান তারকা। চ্যানেল টোয়েন্টিফোরের মুখোমুখি হয়ে জানিয়েছেন এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট নিয়ে নিজের ভাবনার কথা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বিদায় বলেছিলেন ডোয়াইন ব্র্যাভো। তবে ক্রিকেটকে নয়।ক্যারিবিয়ান জার্সিতে না হলেও ঠিকই ফ্র্যাঞ্চাইজি
টুর্ণামেন্টগুলোতে বুড়ো হাড়ের ঝলক দেখিয়ে চলেছেন ৩৮ বছর বয়সী এ অলরাউন্ডার।
এবারের বিপিএলের অন্যতম বড় তারকাদের একজন ডিজে ব্র্যাভো। অন্যসব কিছুর চাইতে বাংলাদেশের উইকেটকেই বেশি চ্যালেঞ্জিং মনে করছেন এ ক্যারিবিয়ান তারকা।ডোয়াইন ব্র্যাভো বলেন, ‘বিপিএলে অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটার খেলছে।
সাথে স্থানীয় তারকারা তো আছেই। এখানকার উইকেটে খেলা একটু কঠিন। তবে অবশ্যই এতো বড় মঞ্চে সবাই পারফর্ম করতে মুখিয়ে থাকে।’ এর আগে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং কিংসের হয়ে বিপিএলে খেলেছেন।এবার নতুন ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের ডেরায়।
যেখানে আছেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। নিজেও টাইগার অলরাউন্ডারের বড় ভক্ত বলে দাবি ব্র্যাভোর। তিনি বলেন, ‘এটা সবসময়ই দারুণ অনুভূতির। সে (সাকিব) বিশ্বসেরা। সবাই তাকে দেখার জন্য উদগ্রীব, আমিও তাদের একজন। তার দলে থাকাটা দারুণ। আমি এ ফ্র্যাঞ্চাইজির জন্য সেরাটা দিতে চাই।’