বছর দুয়েকের বেশি সময় ধরে ব্যাটে শতরান নেই বিরাট কোহলির। চারপাশে তাকে নিয়ে সমালোচনার ধারা অব্যাহত। তার ভক্তরা অপেক্ষায় আছে তার থেকে একটা তিন সংখ্যার স্কোর দেখার। তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন।
দেশের ক্রিকেট দলের এখন আর নেতা নয় কোহলি। চাপহীন কোহলির থেকে এবার সেঞ্চুরির প্রত্যাশা করছেন প্রাক্তন অজি স্পিনার শেন ওয়ার্ন। সম্প্রতি ওয়ার্ন জানিয়েছেন আরও বাকী ৫ টা মানুষের মতো তিনি নিজেও খানিকটা অবাক। কোহলি’কে অত্যন্ত দারুণ একজন অধিনায়ক মনে করেন তিনি। এখনও অধিনায়ক কোহলি ফুরিয়ে যায়নি বলেই বিশ্বাস ওয়ার্নের।
তবে দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব চালিয়ে গেলে ব্যাটিয়ে তার প্রভাব ফেলে বলেই মনে করেন তিনি। এখন আর যেহেতু কোহলি আর অধিনায়ক নয়, তাই তাকে প্রতাবর্তন করতে দেখছেন ওয়ার্ন। তিনি নিজে খুবই আশাবাদী খুবই শীঘ্রই সেঞ্চুরি করবেন কোহলি। ভারতীয় ক্রিকেট দল’টাও খুব একটা ছন্দে নেই। তবুও মেন ইন ব্লূ’র প্রত্যাবর্তনের বিষয় আশাবাদী তিনি।
খুব শীঘ্রই ব্যাটিংয়ে মনোনিবেশ করে কোহলি দলকে নির্ভরতা এনে দেবেন।