২০১৯ সাল থেকে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পান সাবেক প্রোটিয়া ক্রিকেটার রাসেল ডোমিঙ্গো। তখন থেকে বাংলাদেশ দলের তিন ফর্মেটের প্রধান কোচের দায়িত্ব একাই সামলাচ্ছেন তিনি।তার কোচিং চলাকালীন বাংলাদেশ দল ৪৫টি






টেষ্ট ম্যাচ,৭২টি ওয়ানডে ম্যাচ ও ৪৩টি টি-২০ ম্যাচ খেলেছে। যার মধ্যে টেষ্টে বাংলাদেশ জয় লাভ করেছে মাত্র কয়েকটি। আর ৭২টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে ৫৭টি। ও টি-২০তে ৪৩টির মধ্যে মাত্র ১৬টিতে জয় পেয়েছে ও






২৬টিতে হেরেছে। ফল হয়নি একটির।এমন রেকর্ড দেখে বাংলাদেশ টি-২০ দল থেকে রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে টি-২০ দলের কোচ করানো হয়ে ভারতের শ্রীধরন শ্রীরামকে। বিসিবির এমন আচরনে বেশ ক্ষুদ্ব হয়ে পরেন রাসেল ডোমিঙ্গো।






গত পরশু নতুন কোচ নিয়ে বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে দুবাইয়ে যায়। এমন বিষয় খারাপ লাগে কোচ ডোমিঙ্গোর। যদিও তাদে পুরোপুরি ভাবে কোচ থেকে সরানো হয়নি। তাকে শুধু বাংলাদেশ দলের ওডিআই ও টেষ্ট দলের প্রধান কোচ






হিসেবে রাখা হয়েছে।তবে এবার গুঞ্জন উঠেছে ডোমিঙ্গোকে বাংলাদেশ দলের কোচ থেকে ওপসরন করানো হবে। বিসিবির বিশ্বস্ত সূত্রে যানা যায় আগামীতে বাংলাদেশ দলের কোচ থেকে রাসেল ডোমিঙ্গোকে অব্যহতি দেয়া হবে।
রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে তাহলে বাংলাদেশ দলে কোন কোচ আনতে যাচ্ছে বিসিবি এমন কথা এখন সবার মাঝেই বিরাজমান। এমন প্রশ্নে বিসিবি কর্মকর্তা বলেন “আমাদের দেশের খেলোয়াড়দের বড় একটা সমস্যা হলো ভাষাগত সমস্যা,
অন্যান অন্যান্য দেশের ক্রিকেট বোর্ড যেখানে নিজেদের স্থানীয় দেশের কোচদের উপর আস্থা রাখে সেখানে আমরা কেনো পিছিয়ে থাকি.?আমাদের লাল সবুজের দেশে অনেক ভালো ভালো কোচ আছে যারা অবহেলা আজ ক্রিকেট ছেড়ে অন্য
পেশায় যুক্ত হচ্ছেন,পারছেন না তারা তাদের প্রতিভা দেখাতে যদি তারা একটা বার সুযোগ পেতো তাহলে বাংলাদেশ না হোক অন্য দেশের হয়েও কোচিং করতে পারতেন,,আমি একান্ত ব্যক্তিগত ভাবে মনে করি যেহেতু রাসেল ডমিঙ্গো বাংলাদেশের হেড
কোচ পদত্যাগ করেছেন,তাই মোহাম্মদ সালাউদ্দিন কে একবারের জন্য হলেও বাংলাদেশের হেড কোচ হিসাবে সুযোগ দেওয়া উচিত উনি ঘরোয়া লিগের সফল একজন কোচ অনেক প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসছে ওনার হাত ধরে।
বিসিবি কর্মকর্তার এমন খবর ছড়িয়ে যাবার পর বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে বেশ চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে সাধুবাদ দিয়েছেন। আবার অনেকেই তীব্র আক্ষেপ জানিয়েছেন।
এখন ক্রিকেট প্রেমীদের একটাই আশা মোহাম্মাদ সালাউদ্দিনের হাত ধরে বাংলাদেশ দল আরো এগিয়ে যাবে।