ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি তিন মাসেরও কম সময়। এরই মধ্যে শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপের উন্মাদনা। আগেই বিশ্বকাপে নিজেদের হোম জার্সি প্রকাশ করলেও এবার অ্যাওয়ে জার্সিও প্রকাশ্যে আনলো আর্জেন্টিনা।






আসছে ২০২২ কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। বিশ্বকাপ প্রত্যাশী দলটির অ্যাওয়ে জার্সির ডিজাইন এবার প্রকাশ্যে আনলো আলবেসিলেস্তেদের কিট স্পন্সর অ্যাডিডাস।






আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে আর্জেন্টিনা দল প্রথমবারের মতো গায়ে জড়াবে তাদের নতুন ডিজাইনের বিশ্বকাপের জার্সি।
এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহে নিজেদের হোম জার্সিও প্রকাশ করে আর্জেন্টিনা। সেবার লিওনেল মেসি, এঞ্জেল ডি মারিয়াসহ আর্জেন্টিনার বেশ কিছু তারকাদের নিয়ে অফিসিয়াল ফটোশ্যুটে অংশ নেন।
অ্যাওয়ে জার্সির ফটোশ্যুটেও এবার দেখা মিলছে দলপতি লিওনেল মেসির। সেই সাথে এই ফটোশ্যুটে অংশ নেন পাওলো ডিবালাও।