




ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কখনোই কোনো সিরিজ জিততে পারেনি। তার ওপর দলটা এখন সীমিত ওভারের ক্রিকেটের দুই ফরম্যাটেই বিশ্বচ্যাম্পিয়ন। দ্বিপাক্ষিক সিরিজ শুরুর





আগে ইংল্যান্ডকে তাই ভয় পাওয়ারই কথা। তবে জাতীয় দল এবার ইংল্যান্ডকে প্রথম সিরিজ হারের স্বাদ দিতে বদ্ধপরিকর। ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য পাওয়া সহজ হবে না- এ কথা মানছেন





জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তাই বলে ইংল্যান্ডকে হারানো অসম্ভব বা অকল্পনীয় কিস্য নয়- এ কথাও মনে করিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি বলেন,





‘ইংল্যান্ড খুবই ভালো দল, তাদের হারানো সহজ হবে না। কিন্তু আমরা বড় বড় দলকে হারাচ্ছি। ওয়ানডেতে আমরা ধারাবাহিকভাবে পারফর্ম করছি সবার সাথেই। তাই আশা তো অবশ্যই আছে।’





কদিন আগে পূর্ণ শক্তির ভারত এসে বাংলাদেশে হেরে গেছে ওয়ানডে সিরিজ। ভারতকে হারাতে পারলে ইংল্যান্ডকে কেন নয়, এমন প্রশ্ন রেখে বাশার বলেন, ‘ভারত কিন্তু অনেক ভালো দল।





ওদের তৃতীয় সারির দলও যে কাউকে চ্যালেঞ্জ করতে পারে। ভারতকে তো এখানে হারালাম আমরা। ইংল্যান্ডকে হারানো যাবে না এমন কোনো কথা নেই। সহজ বলতে কোনো দল নেই। সব দলই





কঠিন। ইংল্যান্ডও ভালো দল। আমরা যেভাবে খেলছি সেভাবে খেলতে পারলে সিরিজ জেতার দারুণ সম্ভাবনা আছে।’ ইংল্যান্ডকে কি টাইগারদের সর্বশেষ সিরিজের প্রতিপক্ষ ভারতের চেয়েও





শক্তিশালী? নাকি এই কন্ডিশনে ভারত ইংল্যান্ডের চেয়েও কঠিন প্রতিপক্ষ ছিল? সাবেক অধিনায়কের ভাষায়, ‘ভারত কিন্তু উপমহাদেশে অন্যতম বড় দল। আমি কোনো দলকে খুব বেশি





এগিয়ে রাখব না। ইংল্যান্ড এখন তিন ফরম্যাটেই ভিন্ন স্টাইলে খেলছে। ভারতও ভালো দল। আসল কথা হচ্ছে জিততে হলে ভালো খেলতে হবে।’