বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কার্যক্রমের মাঝে বেশিরভাগই জাতীয় দলকে ঘিরে। যে কারণে পাইপলাইনে খেলোয়াড় নেই। ঘুরিয়ে ফিরিয়ে পুরনোদের দিয়েই চেষ্টা করা হচ্ছে






বারবার। জাতীয় দলের বর্তমান ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে ভবিষ্যতের ব্যাটসম্যান গড়ে তোলার কাজে লাগাতে চায় বিসিবি। বিজ্ঞাপন জেমি নিজেও নাকি এই দায়িত্ব পালনে বেশ আগ্রহী।






ব্যাটিং পজিশন ধরে ধরে এক বছরের মধ্যে তিনি কিছু ব্যাটার তৈরি করে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন এই অজি কোচ। আজ বৃহস্পতিবার এসব তথ্য জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।






গুলশানে নিজ বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘সিডন্সের সঙ্গে কথা আগে থেকেই ছিল যে শুধু জাতীয় দল নিয়ে কাজ করবে না, ডেভেলপমেন্টে কাজ করবে। ওরও ইচ্ছে এরকমই






ছিল। কিন্তু এখানে আসার পর শুধু জাতীয় দলের সঙ্গেই ভ্রমণ করছে। ডেভেলপমেন্টে কাজই করতে পারছে না। জাতীয় দলের ব্যস্ততার ফাঁকে সময়ই পাচ্ছে না। সামনে সে মূলত ডেভেলপমেন্টে






কাজ করবে। ‘ বিসিবি সভাপতি আরও বলেন, ‘বিভিন্ন বয়সী ১০-১৫-২০টি ছেলে যদি আমরা তাকে দিয়ে দেই, এইচপিতে এরকম ছেলে আছে, “এ” দল, বাংলাদেশ টাইগার্সে আছে। ওদের নিয়ে কাজ






করে সে তৈরি করে দেবে। সে এক বছর সময় চাচ্ছে। এরপর সে পজিশন ধরে ধরে আমাদের ব্যাটার দিতে পারবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে অবশ্যই জাতীয় দলের সঙ্গে যাবে। প্রশ্ন হচ্ছে, এশিয়া
কাপে তাকে পাঠাব কিনা। না পাঠালে দলকে যেতে হবে ব্যাটিং কোচ ছাড়া, এটাও খারাপ। আবার সে গেলে এখানে ডেভেলভপমেন্টের কাজ হবে না। ‘