বিসিবি চাইলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান ভারতের সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি

বাংলাদেশ ক্রিকেট বিশেষ করে বিপিএলের উন্নয়নে সহায়তা দেয়ার একরকম আশ্বাস দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়েছেন বিসিবি সভাপতি ডাকলেই

চলে আসবেন তিনি। ঢাকায় অবস্থান করা সৌরভ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানা ধরনের প্রশ্নের জবাব দেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নিয়ে নানা পরামর্শও দেন তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র কাপ সিজন-৩-এর লোগো ও ট্রফি উন্মোচন করতে ঢাকায়

এসেছেন সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান ওয়েস্টিন হোটেলের বল রুমে এ কাপের লোগো ও ট্রফি উন্মোচন করেন তিনি। সম্প্রতি শেষ হওয়া

বিপিএলের নবম আসর নিয়ে কম সমালোচনা হয়নি। এবারের বিপিএল শুরুর আগেই সমালোচনা শুরু হয়ে যায় শীর্ষস্থান থেকে। খোদ বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন প্রকাশ্যে প্রশ্ন তোলেন।

কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও প্রশ্ন তোলেন। বিপিএল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তবে সেই বিপিএলর মান কীভাবে ভালো

করা যায় সে বিষয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলী।বিপিএল নিয়ে সৌরভ বলেন, ‘বিপিএলকে আরও ভালো করা যাবে। আমি পাপন ভাইয়ের সঙ্গে কথা

বলেছি।’ তিনি বলেন, ‘পাপন ভাই আমার দাদার মতো। কখনো ডাকলে ভেবে দেখব।’ টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করতে হবে জানিয়ে সৌরভ বলেন, ‘তোমাদের পাওয়ার হিটার লাগবে।

টি-টোয়েন্টি এখন অনেক গুরুত্বপূর্ণ ফরম্যাট। এটায় ভালো করতে হবে।’  তিনি আরও বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেটে বাউন্সি এবং গ্রিন পিচ বানাতে হবে। ওদেরকে অভ্যস্ত করতে হবে। তাহলেই

তোমাদের ক্রিকেট স্ট্রাকচার আরো ভালো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *