বিসিবি মানেই ভুলে ভরা!

আগামীকাল পহেলা মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। কয়েক দিন আগে থেকেই এই ম্যাচের টিকিট ছেড়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বেশ কিছু ভুল ছিল এই টিকিটে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইংল্যান্ডের পতাকা নিয়ে। বিসিবির করা এই ভুল নিয়ে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমের

বিভিন্ন জায়গায় শুরু হয় সমালোচনার ঝড়। কিন্তু সেই ভুল স্বীকার করছে না দেশের ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলছেন, “ইংল্যান্ডের ক্ষেত্রে

যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করাই যায়!” প্রসঙ্গত আগামীকাল বুধবার থেকে মিরপুর টাইগারদের হোম অফ ক্রিকেট খ্যাত শের-ই বাংলার মাঠে শুরু হচ্ছে সফরকারী ইংলিশদের বিপক্ষে

টাইগারদের প্রথম ওয়ানডে ম্যাচ। ইতোমধ্যে সিরিজের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। কিন্তু এই সিরিজ শুরুর আগে থেকেই মাঠের বাইরের নানা ইস্যুতে খবর হচ্ছে দেশের ক্রিকেট।

যতটা না ক্রিকেট নিয়ে আলোচনা চলছে, তার চেয়ে বেশি তর্ক চলছে অন্য বিষয়ে। নতুন করে আলোচনায় এসেছে ইংল্যান্ড সিরিজের টিকিটে ভুল পতাকা ব্যবহার। ইংল্যান্ডের পতাকার

জায়গায় ওয়ানডে ম্যাচের টিকিটে ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্যের পতাকার ছবি। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিসিবির পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয় ‘প্রিন্টিং মিসটেক’। তবে বিসিবির

প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বিষয়টিকে ‘ভুল’ বলতেই নারাজ! তিনি বলেন, ‘এটা তো আসলে কোনো ভুল নয়। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম

তাহলে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করাই যায়। এটা সাধারণ ব্যাপার।’ এর আগে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু এটিকে ‘প্রিন্টিং

মিসটেক’ বলে দাবি করেন। একইসঙ্গে টিকিট কারেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে জানা গেছে, ‘ভুল পতাকা’ থাকা টিকিটেই প্রথম ম্যাচ দেখতে হবে দর্শকদের।

কারেকশন করা টিকিট দ্বিতীয় ম্যাচ থেকে পাওয়া যাবে। উল্লেখ্য, ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডসহ কয়েকটি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল মিলে যুক্তরাজ্য গঠিত। ক্রিকেটে

তাদের প্রত্যেকেই আলাদা ‘দেশ’ বা ‘জাতি’ হিসেবে খেলে। ইংল্যান্ডের ক্রিকেট খেলার ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা হয় না। শুধু ইংল্যান্ডের আলাদা যে পতাকা আছে সেটি ব্যবহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *