নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কেন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে কেন্দ্রীয় চুক্তিতে পারিশ্রমিক কমে যাচ্ছে দুই তারকা ক্রিকেটারের।এমন খবর প্রকাশ করেছে ভারতের
জনপ্রিয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া। তাদের প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে পারিশ্রমিক কমে যাচ্ছে জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারার। ২০২১ সালের বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে রাহানে ও পুজারা
গ্রেড-‘এ’তে ছিলেন। এ গ্রেডে থাকার সৌজন্যে রাহানে-পুজারা বছরে ৫ কোটি টাকা পেতেন।কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে নতুন চুক্তিতে তাদেরকে গ্রেড-‘বি’তে রাখা হতে পারে।তাহলে তাদের বার্ষিক বেতন কমে দাঁড়াবে ৩ কোটি টাকা।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে পেসার উমেশ যাদব ও ইশান্ত শর্মাকে চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে।
গ্রেড এ-তে থাকছেন লোকেশ রাহুল এবং রিশভ পন্থ। বাংলার ঋদ্ধিমান সাহা থাকছেন গ্রেড সিতে। নীচে গ্রেডগুলির আয়ের
অঙ্ক বিস্তারিত উল্লেখ করা হলো।গ্রেড এ প্লাস :- ৭ কোটি প্রতি বছর ; গ্রেড এ :- ৫ কোটি প্রতি বছর; গ্রেড বি :- ৩ কোটি প্রতি বছর; গ্রেড সি :- ১ কোটি প্রতি বছর