জয়ের জন্য ১৬ বলে ৩৯ রান প্রয়োজন ছিল সিলেট সানরাইজার্সের। স্ট্রাইকে ছিলেন ৪৬ বলে ৭৮ রান করে উড়তে থাকা এনামুল হক বিজয়। সেখান থেকে পরপর তিন বলে তিন উইকেট নিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, করলেন হ্যাটট্রিক।
বিপিএল ইতিহাসে সবমিলিয়ে ষষ্ঠ, বাংলাদেশি হিসেবে তৃতীয় এবং অভিষিক্ত দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন ২০ বছর বয়সী এ মিডিয়াম পেসার। এর আগে বাংলাদেশিদের মধ্যে বিপিএলে হ্যাটট্রিক করেছেন আলআমিন হোসেন ও আলিস আল ইসলাম। সিলেটের ইনিংসের ১৮তম ওভারের তৃতীয় বলে এনামুল বিজয়, চতুর্থ বলে মোসাদ্দেক সৈকত এবং পরের বলে দারুণ এক ইয়র্কারে রবি বোপারাকে আউট করে নিজের হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি।
যা এবারের বিপিএলের প্রথম এবং সবমিলিয়ে এই টুর্নামেন্টের ষষ্ঠ হ্যাটট্রিক। উল্লেখ্য, বিপিএলে তৃতীয় বাংলাদেশি হলেও সবমিলিয়ে ষষ্ঠ বাংলাদেশি বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক ম্যান হলেন মৃত্যুঞ্জয়। তার আগে বাংলাদেশিদের মধ্যে কুড়ি ওভারের ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন আলআমিন হোসেন (২টি), আলিস আল ইসলাম, মানিক খান, কামরুল ইসলাম রাব্বি ও আলাউদ্দিন বাবু।