ব্যাটিংয়ে ছক্কার ঝড় তুললেন ধোনি

figure>

ভারত ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হল ভারত জাতীয় দলের সাবেক অধিনায়ক লিজেন্ড মহেন্দ্র সিং ধোনি। ভারতের এই সাবেককে শুধু সর্বকালের সেরা ক্রিকেটার বললে ভুল হবে। তিনি ভারতীয়
figure>

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা সফল অধিনায়কদের একজন।এই সাবেক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় অনেক আগেই জানিয়ে দিয়েছেন। এখণ শুধু খেলেন তিনি ঘরোয়া লিগ খেলেন। তবে মহেন্দ্র সিং ধোনি যখনই আইপিএলে
figure>

মাঠে নেমেছেন, প্রতিবার ভক্তদের মধ্যে জল্পনা চলেছে একটি বিষয়ে যে, এটাই কি তবে চেন্নাইয়ের জার্সিতে মাহির শেষ মরশুম? ধোনি অবশ্য জল্পনায় জল ঢেলে প্রতিবার ফিরে আসেন আইপিএলের আঙিনায়। এবারও তার অন্যথা হয়নি।
figure>

এটাই আইপিএলে ধোনির শেষ আসর হতে পারে, এমন জল্পনার মাঝে ক্যাপ্টেন কুল শুরু করে দিলেন আইপিএলের প্রস্তুতি। বরং বলা ভালো যে প্রতিপক্ষ বোলারদের ধ্বংস করার ইঙ্গিত দিতে শুরু করলেন প্র্যাক্টিসে।শুক্র ও শনিবার চেন্নাই
figure>

সুপার কিংসের দু’টি নেট সেশনে যে মেজাজে ধরা দিলেন ধোনি, তাতে প্রতিপক্ষ দলগুলির কাছে নিঃশব্দ হুঁশিয়ারি পৌঁছল সন্দেহ নেই। যে রকম টাচে রয়েছে ধোনি, তাতে সিএসকে সমর্থকদের আপ্লুত হওয়াই স্বাভাবিক।
figure>

চেন্নাইয়ের অনুশীলনে রীতিমতো আগুনে মেজাজে ব্যাট করেন ধোনি। শুরুতে নেট বোলারদের বিরুদ্ধে হালকা নক করেন মাহি। শেষবেলায় ঝড় তোলেন ব্যাট হাতে। একের পর এক বল উড়ে যায় মাঠের বাইরে। প্রায় প্রতি বলেই
figure>

ধোনি হাওয়ায় শট খেলেন। বলাবাহুল্য, সেই শটগুলিতে বলের গন্তব্য ছিল গ্যালারি।উল্লেখযোগ্য বিষয় হল, ধোনি যেভাবে স্টেপ-আউট করে শট নিচ্ছিলেন, তাতেই বোঝা যায় যে তাঁর পায়ের নড়াচড়া কত দুর্দান্ত। দীর্ঘদিন খেলার বাইরে

থাকলেও কোনওরকম জড়তা চোখে পড়েনি ধোনির শরীরিভাষায়। একই রকম ফিট রয়েছেন তিনি।চেন্নাই সুপার কিংসের নেটে ধোনির এমন ধ্বংসাত্মক ব্যাটিংয়ের ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুধু অনুরাগীরাই নন,

ধোনির প্র্যাক্টিসের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিএসকে-ও। যার বিস্তর প্রতিক্রিয়া জানান অনুরাগীরা। সবাই ধোনিকে পুরনো মেজাজে দেখতে চাইছেন। কেউ আবার একথাও মনে করিয়ে দিয়েছেন যে, এমন মেজাজে ধোনিকে দেখার পরে যেন না বলা হয় এটাই তাঁর শেষ মরশুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *