ব্যাট উড়ে গিয়ে পিছনে-বল উপরে, অদ্ভুত আউট শোয়েব, (দেখুন ভিডিও)!

পাকিস্তানের সব থেকে বড় ঘরোয়া আসর পাকিস্তান সুপার লিগে অদ্ভুত এক আউট হলেন শোয়েব মালিক। পাকিস্তান জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক করাচি কিংসের হয়ে খেলেন। পেশোয়ার

জালমির বিরুদ্ধে খেলছিলেন তাঁরা। ম্যাচের ১১তম ওভারে ব্যাট করছিলেন এই পাক সাবেক অধিনায়ক শোয়েব। সেই সময়ই ঘটে ঘটনাটি। তিন বলে এক রান করে আউট হয়ে যান শোয়েব। কী ভাবে

আউট হয়েছিলেন তিনি? পেশোয়ারের হয়ে বল করছিলেন অন্যতম তারকা আমের জামাল। তাঁর বলে বড় শট মারতে গিয়ে হাত থেকে পেছন দিকে ব্যাট ছিটকে যায় শোয়েবের। ব্যাট উড়ে গিয়ে

পিছন দিকে পড়ে। অন্য দিকে বল ব্যাটে লেগে সোজা উপর দিকে উঠে যায়। যে বল সহজেই ধরে ফেলেন বোলার জামাল। আউট হয়ে যান শোয়েব। ১৯৮ রান তাড়া করতে নেমে শোয়েবের দল

৮১ রানে ৪ উইকেট হারায়। ম্যাচ জেতা কঠিন হয়ে যায় তাঁদের পক্ষে। ইমাদ ওয়াসিম ৩০ বলে ৫৭ রান করেন। করাচির ইনিংস শেষ হয়ে যায় ১৭৩ রানে। ম্যাথু ওয়েড ৪১ বলে ৫৩ রান করলেও দলকে

জেতাতে পারেননি। পেশোয়ারের হাসিবুল্লাহ খান ২৯ বলে ৫০ রান করেন এবং রভমন পাওয়েল ৩৪ বলে ৬৪ রান করেন। তাঁদের দাপটেই ১৯৭ রান করে পেশওয়ার। মহম্মদ আমির ৪ ওভারে

২৬ রান দিয়ে ৪ উইকেট নিলেও লাভ হয়নি। করাচি সাত ম্যাচে মাত্র দু’টি ম্যাচ জিতেছে। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে করাচি কিংস। মাত্র ৪ পয়েন্ট রয়েছে তাদের। পেশোয়ার ছ’ম্যাচে

তিনটি জিতেছে। তারা রয়েছে চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে লাহোর কলান্দার্স। তারা পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। দ্বিতীয় স্থানে মুলতান সুলতানস। ছ’ম্যাচে চারটি জিতেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *