




ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার ভিটর রোককে কেনার জন্য আগ্রহী কাতালান ক্লাব বার্সালোনা। তারা ইতিমধ্যে আলোচনা অনেকদূর এগিয়েছে ভিটর রোকের সঙ্গে এবং তার ক্লাবের সঙ্গে।
বার্সালোনা রোকের জন্য প্রথম ২৫ মিলিয়ন





ইউরোর অফার করেছিল যা প্রত্যাখ্যান করেছে অ্যাতলেটিকো প্যারানায়েনস। তাদের দাবী আরও বেশি।বার্সালোনা তবুও চেষ্টা করছে দাম কিছুটা কমাতে। কিন্তু ভিটর রোককে কেনার জন্য যে টাকা প্রয়োজন, সেই টাকা আসবে কোথায়





থেকে? বার্সালোনার আর্থিক অবস্থা তো ভালো নেই?কিছুদিন আগে লা লিগা সভাপতি নিজেও বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বার্সালোনা কোন প্লেয়ার কিনতে পারবে না। শুধু ভিটর রোক নয়, একজন রাইটব্যাকও কিনতে চাইবে





বার্সালোনা যিনি হতে পারেন ম্যানসিটির লাপোর্তে। যদি মিডফিল্ডে ভালো কাউকে কেনার সুযোগ আসে সেটাও গ্রহন করতে চাইবে ক্লাবটি।এই ক্ষেত্রে বার্নার্ডো সিলভার সম্ভাবনা আছে। এই যে প্লেয়ারগুলোর সম্ভাবনা রয়েছে, তাদের





কিনতে চাইলে বার্সালোনার গুরুত্বপূর্ণ প্লেয়ার বিক্রি করতে হবে যাদের বিক্রি করলেবেশি টাকা আয় করা সম্ভব। তারই অংশ হিসেবে ফাতিকে বিক্রি করার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। বার্সালোনাতে নিজেকে এখনও মানিয়ে নিতে





পারেনি ফাতি।জাভির দলে গুরুত্ব আর আগের মত নেই। তাই তাকে এখনই বিক্রি করে দিতে চাচ্ছে বার্সালোনা। পরবর্তিতে যদি মূল্য আরও কমে যায় সেই শঙ্কায় আছে বার্সালোনা।তাছাড়া ভিটর রোকের মত ফুটবলার আসলে ফাতির অভাবটাও পূরণ করা সম্ভব। তাই ফাতিকেই বিক্রি করে দিতে পারে ক্লাবটি।