





রোদ্রিগো ডি পল। লিওনেল মেসির বডিগার্ড বলা হয় তাকে। অবশ্য তাকে বডিগার্ড বলা হয় মাঠের ভেতরে। লিওনেল মেসিকে প্রতিপক্ষ প্লেয়াররা মারাত্মক ফাউল করেছে? মেসিকে আঘাত






করেছে? মেসির সঙ্গে তর্ক করেছে? তখনই মেসিকে আগলে রাখাটা যেন ডি পলের কাজ। মেসির পক্ষ হয়ে প্রতিপক্ষের সঙ্গে মারামারিতেও যেন পিছু হটবে না সে। এই সবকিছুই কিন্তু ম্যাচের






ভেতরে, মাঠের মধ্যেই। কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিশন এমন কারও বডিগার্ড নয়। কিন্তু তারপরও অযথাই সংবাদ শিরোনামে আসেন তিনি উদ্ভট আচরণের জন্য। ডি পল তো তার সতীর্থদের






জন্য যুদ্ধ করেন। কিন্তু রিচার্লিশন তো সতীর্থদের সঙ্গেও বাজে আচরণ করার নজির রেখেছেন। এই যেমন কিছুদিন আগে টটেনহাম এবং আর্সেনালের মধ্যকার ম্যাচে মার্তিনেল্লি, গ্যাব্রিয়েল






মাগালহায়েসের সঙ্গে বাজে আচরণ করেছেন। খারাপ ব্যবহার করেছেন রামসডালের সঙ্গেও। ম্যাচে রিচার্লিশনের খারপ আচরণগুলোর বিস্তারিত দেখুন ভিডিওতে:-