ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান হাঁকিয়েছে ঝড়ো অর্ধশতক। তবুও চট্টগ্রামের বিপক্ষে পুঁজি বড় করতে পারেনি বরিশাল। অল-আউট হয়েছে ১৪৯ রানে। চারটি উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। টস জিতে ব্যাট করতে নামে
বরিশাল। ক্রিস গেইলের সাথে ওপেন করে মুনিম শাহরিয়ার।বিপিএল অভিষেকে ২ বলে ১ রান করে শরিফুল ইসলামের বলে মৃত্যুঞ্জয় চৌধুরীর ছো মেরে নেওয়া ক্যাচে আউট হন মুনিম। দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন গেইল ও নাজমুল
হোসেন শান্ত। তিন ছক্কা ও এক চারে ১৯ বলে ২৫ রান করে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন গেইল।বিতর্কিত এডিআরএসের মাধ্যমে আউট হন শান্ত। মাঠের আম্পায়ার আউট না দিলেও টিভি আম্পায়ার ক্যাচ আউট। মাঠে
থাকা সাকিব আল হাসানের সাথে আম্পায়ারের বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ২৯ বলে ২৮ রান করেন শান্ত। চতুর্থ উইকেটে সাকিবের সাথে ৫৫ রানের জুটি গড়েন তৌহিদ হৃদয়। তিনি হাঁকান দুইটি ছক্কা।ব্যাট হাতে অধিনায়ক সাকিব সামনে থেকেই
নেতৃত্ব দেন। ৩০ বলে অর্ধশতক হাঁকান তিনি। বাঁহাতি স্পিনারের নাসুমের টানা তিন বলে সাকিব হাঁকান তিনটি ছক্কা। তবে অর্ধশতক স্পর্শ করেই সাকিব বিদায় নেন মৃত্যুঞ্জয়ের শিকার হয়ে। সাকিবের ইনিংসে ছিল তিনটি করে ছক্কা ও চার।
অধিনায়কের বিদায়ে বরিশালের ঝড়ো ব্যাটিংয়ে ছেদ পড়ে। এক ওভারেই নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুর ও মুজিব উর রহমানকে শিকার করেন মৃত্যুঞ্জয়। শেষ ওভারের প্রথম বলেই রান-আউট হন শফিকুল ইসলাম।
১৪৯ রানে অল-আউট হয় বরিশাল।সংক্ষিপ্ত স্কোর: ফরচুন বরিশাল ১৪৯/১০ (১৯.১ ওভার), সাকিব ৫০, শান্ত ২৮, গেইল ২৫;, মৃত্যুঞ্জয় ৪/১২, শরিফুল ২/৯।