পাকিস্তানের ফাইনাল নিশ্চিত করার, আফগানিস্তানের টিকে থাকার ম্যাচ। শারজায় এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।






তবে টস হারলেও ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করেছিল আফগানিস্তান। ২৯ বলে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন হজরতউল্লাহ জাজাই আর রহমানুল্লাহ গুরবাজ।ইনিংসের চতুর্থ ওভারে হারিস রউফকে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে তৃতীয় বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন জাজাই। কিন্তু শর্ট থার্ডম্যান বাউন্ডারিতে সহজ ক্যাচ ড্রপ করেন নাসিম শাহ।






অবশ্য পাকিস্তানকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি উইকেটের জন্য। এক বল পরেই দুর্দান্ত এক ডেলিভারিতে গুরবাজকে (১১ বলে ২ ছক্কায় ১৭) বোল্ড করেন রউফ।পরের ওভারে হাসনাইন বোল্ড করেন জাজাইকেও (১৭ বলে ২১)। ৭ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানিস্তান। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তুলেছে ২






উইকেটে ৪৮ রান। ইব্রাহিম জাদরান ৬ আর করিম জানাত ২ রানে অপরাজিত আছেন।এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর আফগানিস্তান ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেন। জয়ের জন্য পাকিস্তান্দের সামনে ১৩০ রানের টার্গেট।