




ক্রিকেট ভক্তদের কাছে ভারতের বিরাট কোহলি স্বপ্নের নায়ক। দুর্দান্ত স্মার্ট এই ক্রিকেটারকে কাছে পেতে মুখিয়ে থাকেন লাখো নারী ভক্ত। পুরো পৃথিবীজুড়েই রয়েছে তার অসংখ্য ভক্ত। তেমনই এক নারী ভক্তকে এবার দেখা গেল ভারতের এই





ক্রিকেটারকে প্রকাশ্যে কিস করতে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী শহর দিল্লিতে। ২০১৮ সালে দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে বিরাট কোহলির একটি মূর্তি তৈরি করা হয়। বিশ্ববিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে লিওনেল মেসি, কপিল দেব ও





উসাইন বোল্টের মূর্তির পরেই কোহলির মূর্তি বসানো হয়েছিল তার জনপ্রিয়তার দিকে লক্ষ্য রেখে। আর এবার সেই মিউজিয়ামেই ঘটলো বিস্ময়কর ঘটনাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সুন্দরী এক





তরুণী জাদুঘরে ঘুরতে এসে বিরাট কোহলির পুতুল মূর্তিতে একের পর এক কিস দিচ্ছেন। কোনো ক্রিকেটারের জন্য যে কেউ এতটা পাগল হতে পারে তা এই ভিডিও না দেখলে হয়তো অনেকেই ধারণা করতে পারতেন না। উল্লেখ্য যে, বর্তমানে ভারতীয়
ক্রিকেটার বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত টেস্ট সিরিজে বর্তমানে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।