





ডু অর ডাই ম্যাচে রাতে লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর মোকাবিলা করবে আর্জেন্টিনা। এর আগে স্টেডিয়ামের বাইরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী






সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। অবশ্য স্থানীয় ফায়ার সার্ভিসের চটজলদি প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যানি। তবে






এ ঘটনায় উ’দ্বেগ প্রকাশ করেছেন আয়োজকরা।শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় লুসাইল স্টেডিয়া’মের সাড়ে ৩ কিলোমিটার দূরে একটি নির্মীয়মাণ বাড়িতে আগুন লাগে। খবর পেয়েই তা নেভাতে






যায় স্থানীয় দমকল বাহিনী। তাদের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণেও আসে। কাতার কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেছে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে কেউ মারা






যাননি। কোনও ক্ষয়ক্ষ’তিও হয়নি। শুধু ওই বাড়িটির কিছু অংশ পুড়েছে।লুসাইল স্টেডিয়ামের অদূরে তেকিয়াফানে ‘ফ্যান ভিলেজ’ রয়েছে। বিভিন্ন দেশ থেকে আগত সমর্থকরা সেখানে থাকেন। ফলে






এ অগ্নিকাণ্ডে তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে মনে করেন, ‘ফ্যান ভিলেজেই’ আগুন লেগেছে। তবে কাতার সরকার জানায়, সেরক’ম কোনও ঘটনা ঘটেনি। সেটি নিরাপদ আছে। অদূর ভবি’ষ্যতে






যাতে এরকম কাণ্ড না ঘটে, সেই বিষয়ে লক্ষ্য রাখা হবে। বিশ্বকাপ উপলক্ষে নতুন করে সেজেছে লুসাইল শহর। মাল্টি মিলিয়ন ডলার খরচ করে সেখানে তৈরি করা হয়েছে একাধিক শপিংমল, মেট্রোরেল






স্টেশন, রাস্তাঘাট। এবার সে’খানে আ’গুন লাগায় আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে পড়লো।