জাতীয় দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে বাংলাদেশে আসছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। সম্ভবত তাকে টি-টোয়েন্টিতে আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ বাংলাদেশ এই ফরম্যাটে দুর্বল আর শ্রীরাম টি-টোয়েন্টি নিয়েই কাজ






কারেন। বাংলাদেশে নেই কোনো হার্ডহিটার, টি-টোয়েন্টি ব্যাটিং ওয়ানডের মতো।বারবার আগ্রাসী ও ভয়ডরহীন খেলা নিয়ে আলোচনা অনেক হলেও মাঠে তা দেখা যায় না। শ্রীরামের কাছে এই মানসিকতার পরিবর্তনটাই চায় বাংলাদেশ।






মিরপুর শেরে বাংলায় আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘শ্রীরাম কি পরিবর্তন আনতে পারে? মাইন্ডসেট। আমরা আগ্রাসী ক্রিকেট খেলার কথা বলি, ফিয়ারলেস ক্রিকেট খেলার কথা






বলি, এই বীজটা শুধু পাঁচ-ছয় জনের মধ্যেই গেলে হবে না। পুরো দলের ভেতরেই এই ব্যাপারটা থাকতে হবে। যেহেতু বিশ্বকাপ পর্যন্ত আমরা অন্য কোনো সংস্করণে খেলব না, তাই এটাই সেরা সময় এই বীজটা দেওয়ার, যেন ওই স্বাধীনতা নিয়ে যে ভীতিহীন






ক্রিকেট খেলার কথা আমরা বলছি, সেটা সবাই খেলতে পারে। ‘অস্ট্রেলিয়া জাতীয় দলে ৬ বছর ও বিভিন্ন আইপিএল দলে কাজ করা শ্রীরাম আগামীকাল রবিবার বাংলাদেশে আসবেন। পরদিন তার সঙ্গে সভায় বসবেন বিসিবি সভাপতিসহ বোর্ডের
অন্যান্যরা। শ্রীরামের দ্বারা দলে ইতিবাচক পরিবর্তন আশা করছেন সুজন, ‘শ্রীরাম যখন আসবে, যেহেতু সে টি-টোয়েন্টি দল নিয়ে অনেক বেশি কাজ করে, ওর কিছু ইনপুট তো থাকবেই। ও যেহেতু এশিয়ারই, আমাদের সংস্কৃতির সঙ্গে মিল আছে। কথা বার্তা বা যোগাযোগ করতেও সহজ হবে। ও আসার পর অবশ্যই একটা পরিবর্তন আমরা পাব। ‘