





নাটোরে কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী মামুন হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৫ আগস্ট) বিকেলে মামুনের পক্ষে করা জামিন আবেদন






নামঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এ আদেশ দেন।কলেজছাত্র মামুনকে আটক করার পর থেকে আহাজারি করছে তার পরিবার। মামুনের বোন বলেন,






‘আমার ভাই এবং ভাবীর মধ্যে আমরা কখনও ঝগড়া দেখি নাই। আমার ভাবীর বাপের বাড়ির চাপ ছিল আর তার আগের পক্ষের ছেলে পাঁচ লাখ টাকা ও একটি বাড়ি চেয়েছিল। আমার ধারণা এই নিয়ে মনোমানিল্য করে তিনি (ভাবী) আত্মহত্যা করেছেন।