




কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আরও মজবুত হয় আর্জেন্টিনার। হাজার হাজার মাইল দূরত্বের দুই দেশের ভ্রাতৃত্বকে আরও গভীর করতে এবার অনন্য এক উদ্যোগ





নিয়েছে আর্জেন্টিনার শীর্ষ সারির ক্লাব জিমনেসিয়া। বাংলাদেশের শীর্ষ এক ক্লাবের সাথে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে তারা। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার





স্মৃতিবিজড়িত ক্লাব জিমনেসিয়ার একজন পাড় সমর্থক সেবাস্তিয়ান গুবিয়া। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা গুবিয়া সঙ্গে নিয়ে এসেছেন ক্লাব জিমনেসিয়ার আমন্ত্রণপত্রও। গুবিয়া





বাংলাদেশে আসবেন জেনে তার কাছে একটি আমন্ত্রণপত্র দিয়েছে ক্লাব জিমনেসিয়ার প্রেসিডেন্ট। সুবিধামতো সময়ে বাংলাদেশের শেখ জামাল ক্লাবকে জিমনেসিয়ার মাঠে প্রীতি ম্যাচ খেলার





আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিঠিতে। শেখ জামালের টিম ম্যানেজার নাভিল এলাহী খান বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনা ক্লাব থেকে এমন প্রস্তাব পাওয়া গর্বের।