কয়কে দিন আগেই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে দলে নেই লিটন দাস। আলোচনায় থাকলেও স্কোয়াডে জায়গা






হয়নি সৌম্য সরকারের। দলে এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনই স্পেশালিস্ট ওপেনার। তবে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানালেন, যে কেউ ওপেনার হতে পারেন।






সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন বলেন, ‘স্বীকৃত ওপেনার বিজয় ও ইমন। তবে অন্য অনেকেই আছে যারা লোকাল ক্রিকেটে ওপেনিং করেছে। মুশফিক হতে পারে, সাকিবও হতে






পারে। মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেনার হতে পারে। অনেকগুলো অপশন আছে আমাদের হাতে। ’ সাকিবের দলে ফেরাটাকে খুবই ইতিবাচক মনে করছেন সুজন, ‘আমরা ভালো করছি না






বলেই চেষ্টা করছি যে কিভাবে ভালো করা যায়। সাকিব ফিরেছে―এটা খুবই ইতিবাচক দিক। সবাই একবাক্যে স্বীকার করব যে, এই ফরম্যাটে সাকিব সবচেয়ে অভিজ্ঞ। এই ফরম্যাটে সে বিশ্বব্যাপী অনেক ক্রিকেট খেলে। ’






একনজরে বাংলাদেশের স্কোয়াড সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদ উল্লাহ রিয়াদ, শেখ মাহেদি, সাইফউদ্দিন, হাসান
মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।