ব্রেকিং নিউজঃ বিশাল অংকের টাকা পুরষ্কার পাচ্ছেন শান্ত-তাসকিনরা

ঘরের মাঠে টি-২০ সিরিজে ইংল্যান্ডকে বাংলাওয়াস করেছে টাইগাররা। পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত খেলার জন্য পুরষ্কার পাচ্ছেন ক্রিকেটাররা। দলীয় পুরষ্কার ছাড়াও ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরষ্কার দেবে বাংলাদেশ

ক্রিকেট বোর্ড (বিসিবি)।সিরিজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো কোনো অর্জনে বরাবরই পুরষ্কার দিয়ে

থাকে বিসিবি। এবারও সেই ধারাবাহিকতাই রক্ষা করছেন তারা।এ প্রসঙ্গে পাপন বলেছেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দেই। সব দলের সঙ্গে তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল। শুধু ইংল্যান্ড বাকি

ছিল। ওদের সঙ্গে কোন ধরণের সিরিজ এর আগে আমরা জিতিনি। কাজেই সেজন্য তারা ওটা (বোনাস) পাবে। সেটা ওরা জানে।’ইংল্যান্ড ক্রিকেটের দুই ফরম্যাটেরই বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে যে কোনো জয়ই তাই স্মরণীয় হতে বাধ্য।

এই সিরিজ জয়ের মর্যাদাও তাই বেশি। এমন উপলক্ষ্যে ক্রিকেটারদের আর্থিক পুরষ্কার দিতে চায় বিসিবি। তবে এর অঙ্কটা এখনও নিশ্চিত করেনি দেশের ক্রিকেট বোর্ড।পাপন বলেছেন, ‘এখানে দুটো বাড়তি জিনিস আছে। যে মাত্র চার মাস আগে

যারা বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে হারানো। এটা হলো একটা। আর এমন একটা দল যাদের সঙ্গে আমরা অনেক বছর খেলি না। ৮ বছর পর আসল। ১২ বছর পর আমরা ওদের ওখানে যাই না। আমরা ওদের সঙ্গে খেলতে অভ্যস্ত না। অনেকগুলো খেলোয়াড়

আছে, যারা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলে। আইপিএলে সাধারণত বেস্ট প্লেয়াররাই খেলে। ওদেরকে ফেইস করছে নতুন নতুন ছেলেরা। এটা নতুন চ্যালেঞ্জ।’ক্রিকেটারদের পারফরম্যান্স বোনাসের প্রসঙ্গে পাপন বলেন, ‘ওরা এটা

বলছে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো প্লাস হোয়াইটওয়াশ। কাজেই ওরা একটু বেশি চেয়েছে। আমি বলেছি অবশ্য হবে। যেটা ওরা সব সময় পেয়ে থাকে ওটাই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্সের অনুযায়ী বলেছি তোমরা ভাগ কর।

পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি।’ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে ১৪৪ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজে দুই দলের ব্যাটারদের মধ্যে তার রানই সর্বোচ্চ। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান নিয়েছেন ৬টি উইকেট। যা সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ। ৪ টি উইকেট নামের পাশে আছে তাসকিন আহমেদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *