




বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা ক্রিকেটার শেখ মেহেদী হাসান এবার চরম সাজার মুখে। বিসিবির নিষেধাজ্ঞা অমান্য করে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই ক্রিকেটার। এই টাইগার





ক্রিকেটার ইনজুরিতে পড়ায় দল থেকে ৫ সপ্তাহের বিশ্রাম যায়। তবে এই বিসিবির দেওয়া এই বিশ্রাম অমান্য করে করে মাঠে নেমে পড়ে শাস্তির সম্মুখীন হতে যাচ্ছেন এই ক্রিকেটার। গেলো ৪





ফেব্রুয়ারি কাঁধের ইনজুরিতে পড়েন মেহেদী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা ৫ সপ্তাহের জন্য বিশ্রামে পাঠান মেহেদী হাসানকে। কিন্তু বিসিবির দেওয়া সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা





না করেই রংপুরের হয়ে খেলেন প্লে অফের দুই ম্যাচ। এ বিষয়ে মেহেদী বলেন, “বোর্ডের ফিজিও থেকে নিষেধ ছিল খেলার। কোয়ালিফাই খেলায় আমাকে খেলার জন্য পুষ করেছিল ফ্র্যাঞ্চাইজি থেকে।





বিসিবি ডক্টর থেকে কোনো অনুমতি দেয়া হয়নি”। কেন তিনি ম্যাচ খেললেন সেজন্য শুনানিতে ডাকা হয়ছিল মেহেদীকে। কেননা বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে আছেন তিনি। নিয়ম জানার পর





কেন এমন ভুল করলেন সেই প্রসঙ্গে মেহেদী বলেন, “আমি বিপিএলে খেলার জন্যই ওই দলে যোগ দিয়েছি।এখন ওই দলের লোকজন যদি আমাকে ফোর্স করে এবং খেলোয়াড় হিসেবে আমারও





ইচ্ছা ছিল বড় ম্যাচে খেলার। সবমিলিয়ে আমি খেলি। নিষেধ সত্ত্বেও আমি খেলেছি এটা আমার ভুল হয়েছে”। চুক্তি থেকে বাদ যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে মেহেদীর সামনে। কয়েকমাসের বেতন





হয়তো পাবেন কিন্তু নির্বাচকদের গুড বুক থেকে বাই হয়ে যেতে পারেন এই স্পিনিং অলরাউন্ডার। জানা গেছে আয়ারল্যান্ড সিরিজেও জাতীয় দলের জন্য বিবেচনায় থাকবেন না তিনি।