




সাম্প্রতিক পাকিস্তানে চলছে দেশ’টির সব থেকে বড়ো ঘরোয়া আসর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। পিএসএলের এই আসর ধুরু হওয়ায় দেশটিতে এখন চলছে ক্রিকেট উৎসব।





কিন্তু অবাক করা তথ্য হল এই সময়েই দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতারের ক্যারিয়ারের গোপন কিছু তথ্য মিডিয়ার সামনে এসেছে। জানা যায় যে, বল হাতে এক সময়ে প্রতিপক্ষের





বুকে কাঁপন ধরিয়ে দেওয়া শোয়েবকে নিয়ে অ’বিশ্বাস্য এক মন্তব্য করেছেন এক সময়ে পাকিস্তান দলে তারই সতীর্থ ও কিংবদন্তি অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সম্প্রতি





পাকিস্তানের এক জনপ্রিয় এক সংবাদমাধ্যম ‘সামা টিভি’তে এক শোতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রি’দিকে শাহীন সম্পর্কে শোয়েব আখতারের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা





হয়েছিল। সে প্রসঙ্গে বলতে গিয়ে শহীদ আফ্রিদি বলেন, খেলোয়াড়ি জীবনে শোয়েব আখতার অনেক ইনজে’কশন নিয়েছেন। এ কারণে তিনি এখন হাঁটতে পারেন না! ইনজুরির কারণে গত





বছর এশিয়া কাপে খেলতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। এরপর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আশানুরূপ ফর্মে ছিলেন না ২২ বছর বয়সী এই তারকা। ইন’জুরির সঙ্গে পাল্লা





দিতে না পেরে ফাইনালে পুরোপুরি বল করতে পারেননি বর্তমানে পাক দলের বোলিং লাইনআপের প্রধান এই অস্ত্র। তবে ফাইনালে শাহিনের ব্যথানাশক ইনজেকশন নিয়ে হলেও খেলা উচিত বলে





মন্তব্য করেছিলেন রাওয়া’লপিন্ডি এক্সপ্রেস। সেই প্রসঙ্গে তখন মুখ খুলেননি বর্তমানে শাহিনের শ্বশুর শহীদ আফ্রিদি। তবে জামাই শাহিনের চোট প্রসঙ্গে কথা উঠতেই বিস্ফোরক তথ্য সামনে





আনলেন ৪৫ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। শহীদ আফ্রিদি আরও বলেন, ‘দেখুন, এটাই শোয়েব আখতা’রের ক্লাস। এটা কঠিন। সবাই কিন্তু শোয়েব আখতার হতে পারেন না।





ইনজুরিতে পড়ে ইনজেকশন অথবা ব্যথানাশক নিয়ে খেলাটা কঠিন। এতে ইনজুরিতে আরও বেশি পড়ার ঝুঁকি থাকে।’ চলমান পিএসএলে লাহোর কালান্দা’র্সকে নেতৃত্ব দেওয়া শাহীন তার





পুরোনো ফর্মে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাই বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার শাহিনের যে ফিট থাকা খুব গুরুত্বপূর্ণ, তাই মনে করিয়ে দিলেন শ্বশুর আফ্রিদি। এব’ছরই এশিয়া কাপ





ও ওয়ানডে বিশ্বকাপের মতো বড় দুটি আসর মাঠে গড়াবে। সেখানে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করতে শাহিনের আগ্রাসী বোলিংয়ের শতভাগই যে প্রয়োজন, তাই যেন আগাম স্মরণ করিয়ে দিলেন বুম বুম আ’ফ্রিদি।