এশিয়া কাপের আগে থেকেই গুঞ্জন ছিল টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিবেন মুশফিক। কিন্তু সেটি হয়নি। খেলেছেন এশিয়া কাপে৷ এরপর এই টুর্নামেন্টে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনায় পড়েন মুশফিক। অবশেষে ঘোষণা দিলেন টি-টোয়েন্টি ছাড়ার।






আজ সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। মুশফিক লিখেছেন-“সবাইকে সালাম এবং শুভেচ্ছা।
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।”






“টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।”






বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে।
আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।”






উল্লেখ্য,আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৭ বছরের ক্যারিয়ার মুশফিকের। বাংলাদেশের হয়ে ১০২ টি টি-টোয়েন্টি খেলেছেন মুশফিক। ১৯.২৩ গড়ে রান করেছেন ১৫০০। ফিফটি করেছেন ৬ টি। নেই কোন সেঞ্চুরি।






ধারনা করা হচ্ছে বিভিন্ন কারনে মুশফিকের এমন সিদ্ধন্ত। তার মধ্যে অন্যতম এশিয়া কাপে খুবই ব্যাটিং ব্যর্থতায় ভুগেছেন। তার এই ব্যাটিং-এ অপ ফর্মের কারনে তিনি টি২০ বিশ্বকাপ থেকে বাদ পরতে পারতেন এই কথা চিন্তা করে তিনি এই ফর্মেট থেকে সরে দারিয়েছেন।






এমন কি তার ব্যাটিং ব্যর্থতার কারণে বিভিন্ন সময় তাকে অপদস্থ করা হয়েছে অপমান করা হয়েছে। যাতে করে বারাবারে কিছু না হয় সম্মানে হানি না ঘটে তাই টি২০ বিশ্ব কাপের আগেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারনা করা হচ্ছে।