ব্রেকিং নিউজঃ শোকের ছায়া বাংলাদেশের ক্রিড়াঙ্গনে, বড় দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃ’ত্যু মাশরাফির

রংপুর বিভাগের হয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে অংশ নিয়েছেন মাশরাফি হোসেন মারুফ। সাদামাটা কোনো অংশগ্রহণ নয়, এরপর সাইক্লিংয়ে জিতেছেন তিনটি পদক।

কিন্তু সেসব পদক নিয়ে বাড়ি ফেরা হলো না ১৬ বছর বয়সী এই কিশোরের। ট্রেনের নিচে চাপা পড়ে তিনি চিরবিদায় নিয়েছেন।বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন জানিয়েছে, গতকাল যুব

গেমসে অংশ নিয়ে খেলা শেষে তিনি বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে পথিমধ্যে ট্রেন বিরতি দেয়। সে সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে দরজায় দাঁড়ান তিনি। কিন্তু তারই এক ফাঁকে হঠাৎই

পা ফসকে মাশরাফি ট্রেনের নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মঙ্গলবার বনানী স্টেডিয়ামে তিনি শেখ কামাল যুব গেমসে সাইক্লিং ডিসিপ্লিনে ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ

পদক লাভ করেন।চলমান যুব গেমসের চূড়ান্ত পর্বে এবারই প্রথমবারের মতো খেলতে এসেছিলেন এই স্কুলপড়ুয়া কিশোর। কিন্তু সেটিই তার শেষ প্রতিযোগিতার আসর হয়ে রইলো।

সাইক্লিস্ট মাশরাফির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাইক্লিং ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *