মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাটোর জেলা ফুটবল দলের গোলরক্ষক সাফায়েত হোসেন ফারদিন। এ সময় তার দুই বন্ধুসহ তিনজন আহত হয়েছেন। রোববার বিকালে নাটোর-রাজশাহী
মহাসড়কের নাটোর বাইপাসের নবীনগর এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নাটোরমুখী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিপরীতমুখী একটি মোটরসাইকেলের
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গোলরক্ষক সাফায়েত, তার দুই বন্ধু ও অ্যাম্বুলেন্সের এক যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সাফায়েতের মৃত্যু হয়।শাফায়াত হোসেন নাটোর শহরের উত্তর
বড়গাছা এলাকার আল মামুনের ছেলে। সে নাটোর অনূর্ধ্ব-১৬ স্কুল ফুটবল লিগ, ঢাকা সিটি করপোরেশন পাইওনিয়ার ফুটবল লিগ, বিকেএসপির ২০১৯ ব্যাচের ছাত্র ছিল।এছাড়া নিয়মিত নাটোর জেলা দল এবং
ফুটবল একাডেমি নাটোরের হয়ে বিভিন্ন টুর্নামেন্ট ও লিগে গোলরক্ষক হিসেবে খেলাধুলা করত শাফায়েত। তার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া, পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।