ব্রেকিং নিউজঃ হুট করেই ত্রিদেশীয় সিরিজ খেলতে দুবাই যাচ্ছে টাইগার ক্রিকেটাররা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সর্বশেষ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সবশেষ সিরিজ খেলেছে। সেই সফর শেষে দেশে ফেরার পর দিরঘর দিন বিরতিতে আছে বাংলাদেশ যুবা ক্রিকেটাররা। প্রায় চার মাসের সেই বিরতির অবসান হতে চলেছে

আগামী মাসে। মার্চে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে তাদের।তবে দীর্ঘ দিন বিরতির পরে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ ছাড়া ত্রিদেশীয় সিরিজের বাকি দলটি হলো এশিয়ার অন্যতমও শক্তিশালী দল

শ্রীলঙ্কা। ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি চারদিনের ম্যাচও খেলার কথা রয়েছে জুনিয়র এই টাইগারদের।এই সিরিজ খেলার জন্য আগামী মার্চের প্রথম সপ্তাহেই দেশ ছাড়ার কথা

ছিল বাংলাদেশের। তবে এখনো সূচি চূড়ান্ত না হওয়ায় বলা যাচ্ছে না কবে উড়াল দিবে তারা।নাম প্রকাশ না করার শর্তে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের এক কর্তা বলেছেন, ‘মার্চের ৭ তারিখ আমাদের দেশ ছারার কথা ছিল। তবে এখনো

কোনো কিছু চূড়ান্ত হয়নি। আশা করছি দুই-একদিনের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে।’গত নভেম্বরে পাকিস্তান সফর যাওয়া বাংলাদেশ একমাত্র চারদিনের ম্যাচটি ড্র করেছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি ড্র করেছে ১-১ ব্যবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *