ব্রেকিং নিউজঃ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান

চলতি বছরের অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসির সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। তবে বেশ কিছুদিন ধরেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নানা কথাবার্তা চলছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে। এখানে

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পাকিস্তানের অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ নিয়ে। যেখানে অংশগ্রহণ না করায় ইচ্ছা জানিয়েছে ভারত ক্রিকেট বোর্ড।বিসিসিআই আগেই জানিয়েছে নিরপেক্ষ ভেনু ছাড়া পাকিস্তানি গিয়ে এশিয়া

কাপে খেলবে না ভারত দল। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকেও বারবার বলা হচ্ছে এশিয়া কাপে না আসলে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান দল।তবে এরই মধ্যে নতুন খবর এসেছে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে

বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে অনাপত্তিপত্র দিবে না দেশটির সরকার। রোববার জিও নিউজ এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে।সেখানে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান সরকার মনে করছে তাদের ক্রিকেট

দল ভারতে খেলতে গেলে পর্যাপ্ত নিরাপত্তা নাও পেতে পারে। সে কারণে তারা অনাপত্তিপত্র দিতে রাজি হয়নি। তাতে করে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি পেন্ডুলামে ঝুলে গেছে।পাকিস্তান ক্রিকেট

বোর্ডের থেকে জানানো হয়েছে ভারতে বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে যেভাবে নৃশংসতা চলছে এবং উগ্রবাদী হিন্দুরা যেভাবে মুসলিম জনগোষ্ঠীকে কোণঠাঁসা করছে তাতে করে পাকিস্তান দলের জন্য এই সফর ঝুঁকিপূর্ণ হতে পারে।

পাশাপাশি দেশ দুটির মধ্যে লম্বা সময় ধরে চলমান রাজনৈতিক দ্বন্দ্ব তো রয়েছেই।নাম প্রকাশ না করে এ বিষয়ে পাকিস্তান সরকারের এক কর্মকর্তা বলেছেন, “ভারতে বর্তমানে মুসলমানরা নিদারুণ নৃশংসতার শিকার হচ্ছে। বিশেষ করে

উগ্রবাদী হিন্দুরা মুসলিম কমিউনিটির ওপর নানারকম অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে হেন কোন কাজ নেই যা তারা করছে না”“এমন সময়ে আমরা আমাদের ক্রিকেট দলকে সেখানে বিশ্বকাপ

খেলতে যেতে দিতে পারি না। পাশাপাশি আমরা পাকিস্তান দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আমাদের শঙ্কা রয়েছে। সুতরাং আমরা আমাদের ক্রিকেট দলকে সেখানে খেলতে যেতে দিতে পারি না।”

তবে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন ভারতের ওপর চাপ তৈরি করতেই হয়তো পাকিস্তান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ পাকিস্তান যদি নিজ দেশে এশিয়া কাপ আয়োজন করতে না পারে, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে। তাহলে পাকিস্তানও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *