আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন, বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তায় এই ঘোষণা দেন তিনি। টি-টোয়েন্টিকে বিদায় জানালেও বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টেস্ট নিয়মিত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফেসবুক বার্তায় মুশফিক বলেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।
আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’
বিস্তারিত আসছে…