ক্রিকেট লিজেন্ডস লিগে খেলবেন গৌতম গম্ভীর। এই প্রতিযোগিতা শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। টুর্নামেন্ট শুরুর আগের দিন ইডেনে উদ্বোধনী ম্যাচ খেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ম্যাচে






গম্ভীর খেলবেন কি না তা স্পষ্ট নয়। ১০টি দেশের ক্রিকেটাররা লেজেন্ডস লিগ প্রতিযোগিতায় খেলবে। মোট চারটি দল হবে। ১৫টি ম্যাচ খেলবে তারা। শুক্রবার গম্ভীর বলেন, “লেজেন্ডস লিগ






ক্রিকেট শুরু হবে ১৭ সেপ্টেম্বর। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সেই প্রতিযোগিতায় আমি খেলব। ক্রিকেট মাঠে ফের নামত পারব। ভেবেই উত্তেজিত লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটারের একেক






জন তারকার সঙ্গে ফের খেলার সুযোগ পাব ভেবেই গর্ব বোধ হচ্ছে।” ইডেনে ইন্ডিয়া মহারাজা দলের হয়ে খেলবেন সৌরভ। তারা খেলবে বিশ্বের জায়ান্টদের বিপক্ষে। সেই দলকে নেতৃত্ব






দেবেন ইয়ন মরগান। সেই উদ্বোধনী ম্যাচে গম্ভীর খেলবেন কিনা তা জানা যায়নি। গম্ভীর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১১ বিশ্বকাপের






ফাইনালে তার 97 রানের ইনিংসটি ভারতের জয়ে সহায়ক ছিল।