ব্রেকিং নিউজ: আর্জেন্টাইন ভক্তদের জন্য স্মরণীয় একটি রাত অপেক্ষা করছে

রাত পেরোলেই প্রদান করা হবে ফিফা দ্য বেস্ট এওয়ার্ড। ফুটবলে ব্যক্তিগত সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ পুরস্কার এটি। ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলোয়াড়দের

হাতে তুলে দেয়া হবে এই পুরস্কারটি। যদিও সেই মাহেন্দ্রক্ষণ আসার আগেই কাদের হাতে উঠবে পুরস্কার সেগুলো ফাঁস হয়ে গেছে! ইউরোপীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি এমনটাই। ব্যতিক্রম

হয়নি এবারও বেশ কিছু ইউরোপিয়ান গণমাধ্যমের মতে এবারের ফিফা দা বেস্ট পুরস্কারটি হাতে উঠেছে লিওনেল মেসির। কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছে এই ঘটনাটি নিয়ে।

এই আলোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছেন ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বিশ্বস্ত সাংবাদিক ফাব্রিজিও রোমানো! গতকাল রাতের ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ক্লাব ক্যারিয়ারের

৭০০ গোলার অনন্য কীর্তি গরেন মেসি। এরপর লিওনেল মেসিকে নিয়ে একটি পোস্ট করেন তিনি। সেখানে লিখেন, মেসি তার অবিশ্বাস্য ক্যারিয়ারে ক্লাবের হয়ে ৭০০তম গোল করেছেন।

যেখানে ২৮ গোল পিএসজির সাথে ও বাকি ৬৭২ গোল করেছেন বার্সার হয়ে। এমনকি আজ রাতে মেসি দুটি গোলে সহায়তা করেছেন কিলিয়ান এম্বাপ্পেকে। এবং আগামী সোমবার

প্যারিসে ফিফার সেরা খেলোয়ারের পুরস্কার জিততে চলেছেন লিও মেসি। তার এই মন্তব্যের পর আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেসব ব্যাপারে তিনি লেখালেখি করেন,

সেগুলো শেষ পর্যন্ত সত্যই হয়। যার কারণে ফুটবল ভক্তদের কাছে আলাদা কদর রয়েছে তার। বাকি সকলের চেয়ে অনেক বেশি বিশ্বাস করা হয় রোমানোকে। শুধু তার কাছেই নয় এরকম

আরো অসংখ্য বড় গণমাধ্যমের দাবি এই পুরস্কারটি হাতে উঠতে চলেছে লিওনেল মেসির। এই ব্যাপারটা জানতে পেরেছে রিয়াল মাদ্রিদের কর্মকর্তারাও। গুঞ্জন রয়েছে এই কারণেই নাকি রিয়াল

মাদ্রিদের খেলোয়াড়রা উপস্থিত হবেন না এই অনুষ্ঠানে। সেরা গোলকিপার, সেরা কোচ এবং সেরা ফুটবলার, ৩ ক্যাটাগরিতেই তিনজন রয়েছেন রিয়াল মাদ্রিদ হতে। তবে মনোনয়ন পাওয়া

সত্ত্বেও পুরস্কারের বিজয়দের তালিকা জানার কারণে আর আগ্রহী নয় তারা অংশ নেয়ার জন্য। বর্ষসেরা ফুটবলের পুরস্কার লিওনেল মেসির হাতে উঠতে যাচ্ছে এটা এখন অনেকটাই নিশ্চিত।

তবে শুধু মেসি একাই নন, আরো দুটি পুরস্কার যাচ্ছে আর্জেন্টিনাতেই। গণমাধ্যমগুলোর দাবি সেরা গোলকিপারের পুরস্কার পেতে যাচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপে অবিশ্বাস্য

পারফরম্যান্সের কল্যাণে এই পুরস্কারটি উঠতে চলছে তার হাতে। এছাড়াও বর্ষসেরা কোচের পুরস্কার পেতে যাচ্ছেন লিওনেল স্কালোনি। সেরা ফ্যানবেসের জন্যেও মনোনয়ন পেয়েছে মেসির

দেশের সমর্থকরা। গুঞ্জন আছে পুরস্কারটি পাবে তারাই। এখন অপেক্ষা কয়েকঘন্টার। শেষ পর্যন্ত এটাই হয় কি-না সেদিকেই তাকিয়ে থাকবে ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *