এ নিয়ে ফাহিম বলেন, ‘শ্রীরা*মের কথার সাথে একমত নই আমি, শ্রীরামের এখনো সেই কথা বলার মত অবস্থায় এসেছেন কি না আমি জানিনা। কারণ তিনি আমাদের খেলোয়া*ড়দের এখনো সেভাবে






দেখেননি, সেভাবে বোঝার সুযোগও পাননি। তাই কোন খেলো*য়াড়কে না দেখেই এ ধরনের বলাটা, আমাদের এ ধরনের খেলোয়াড় অনেকে ছিল, অনেকেই অনেক কিছু করবে বলে ধারণা ছিল






আমাদের…।’ ফাহিম আরোও যোগ করে বলেন, ‘তবে নির্বাচ*করা যা দল নির্বাচন করেছেন, তাকে আমি সম্মান জানাতে চাই। দলের প্রতি আমার শুভকামনা থাকবে অনেক। অভিনন্দন জানাতে






চাই শান্তকে। শ্রীরাম আরো কিছুদিন দলের সাথে থাকলে, ভালোভাবে খেলা দেখলে বুঝতে পারবে।’ এর আগে অভি*জ্ঞ রিয়াদকে দলে না রাখার ব্যাখা দিয়ে গতকাল প্রধান নির্বাচক জানান, ‘টেকনিক্যাল






কনসা*লট্যান্ট এক বছরের যে পরিকল্পনা আমাদের দিয়েছেন, সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। সেই অনুযায়ী টিম ম্যানেজ*মেন্টের সবার সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিতে মাহমুদউ*ল্লাহকে






বাইরে রাখা হয়েছে। তবে রিয়াদ যেহেতু অবসর নেয়নি সেহেতু ঘরোয়াতে আবার পারফর্ম করে দলে আসার সুযোগ থাকছে তার।’ নাজমুল আবেদীন ফাহিমও তেমন সুরেই কথা বললেন, ‘রিয়াদ যেহেতু






মারুফ-এখনো অবসর নেয়নি, তার মধ্যে যদি সেই এনার্জি থাকে, রান করার ক্ষুধা থাকে তাহলে সামনে ঘরোয়া টি-টোয়ে*ন্টি লিগ আছে সেখানে ভালো করে আবারো দলে ফিরে আসতে পারবে। যখন রিয়াদ
সেখানে নিজে*কে প্রমাণ করতে পারবে তখনই সে বলতে পারবে তাকে দলে না নেওয়াটা ভুল ছিল।’