ব্রেকিং নিউজ: র‌্যাংকিংয়ে দুই টাইগার ক্রিকেটার মিরাজ-তাইজুলের চমক

ম্যাচ না খেলেও টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তাইজুল ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। গতকাল ক্রিকেটারদের সাপ্তাহিক র‌্যাংকিং প্রকাশ

করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ বোলারদের তালিকায় মিরাজ ও তাইজুল একধাপ এগিয়েছেন। মিরাজ ২৬ থেকে ২৫ এ এসেছেন। তাইজুল

২৫ থেকে ২৪ এ এসেছেন। সাকিব আল হাসান ২৮ নম্বরেই আছেন। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আগের মতো সেরা দুইয়ে আছেন দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তালিকায়

তিন নম্বরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। প্যাট কামিন্সকে ছাড়িয়ে বোলার হিসেবে এক নম্বরে উঠে এসেছেন জেমস অ্যান্ডারসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *