চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরুর আধা ঘণ্টায় দারুণ খেললো সেল্টিক। এগিয়েও যেতে পারতো তারা। যদিও ভাগ্য সহায় ছিল না। স্কটিশ দলটির শুরুর চাপ সামলে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াল দোর্দণ্ড প্রতাপে।






বিরতির পর একচেটিয়া আধিপত্য ধরে রেখে বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করল কার্লো আনচেলত্তির দল।স্কটল্যান্ডের গ্লাসগোর সেল্টিক পার্কে বুধবার রাতে ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচটি ৩-০ গোলে জিতেছে রিয়াল।






দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলিয়ান তরুণ সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র রেকর্ড চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান লুকা মদ্রিচ ও এডেন হ্যাজ্যার্ড।জয়ের আনন্দের মাঝে আনচেলত্তির জন্য অস্বস্তির কাঁটা হয়ে এসেছে করিম বেনজেমার চোট। প্রথমার্ধে মাঠ ছেড়ে যান ফরাসি ফরোয়ার্ড।