




এক দিখে চলছে চলছে স্বাগতিক ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজের ৪র্থ টেস্ট ম্যাচের খেলা। ইতিমধ্যে জমে উঠেছে সেইরিজের এই শেষ ম্যাচ। আজ ১০ মার্চ ২য় দিনের মতো ব্যাটিং শুরু করেছে সফরকারী অস্ট্রেলিয়া। তবে





অস্ট্রেলিয়ার এই দলে নিয়মিত অধিনায়ক নেই।সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে নিজের দেশে ফিরে গেয়েছে অজিদলের নিয়মিত অধিনায়ক। নিজদের দেশের অসুস্থ মায়ের পাশে থাকবেন বলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই দেশে





ফিরে যান দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অবশেষে তাকে ছেড়ে না ফেরার দেশে চলেই গেলেন মা মারিয়া কামিন্স। শুক্রবার ভোররাতে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অসি অধিনায়কের জন্মদাত্রী।এক সুত্রে জানা যায় যে দীর্ঘদিন





ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন কামিন্সের মা। ২০০৫ সালে প্রথম তার স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর কয়েক বছর ভালো থাকলেও ২০২২ সালে ফের সেই ক্যানসার ফিরে আসে। অবশেষে তিনি হেরে গেলেন জীবনযুদ্ধে।





অসি অধিনায়কের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্ট শুরুর ঘণ্টাখানেক আগে এই মৃত্যুসংবাদ এসে পৌঁছায় অস্ট্রেলিয়া দলের কাছে। কামিন্সের মায়ের সম্মানে আজ





কালো আর্মব্যান্ড পরে নেমেছেন অসি ক্রিকেটাররা।অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আজ প্যাট কামিন্সের মা মারিয়ার শ্রদ্ধায় আর্মব্যান্ড পরব। প্যাট কামিন্সের পরিবার এবং স্বজনদের জন্য আমাদের
গভীর সমবেদনা।’ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘রাতে মারিয়া কামিন্সের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে প্যাট, তার পরিবার এবং স্বজনদের জন্য গভীর সমবেদনা।’