ভারতের বিপক্ষে তিন টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ, দেখে নিন চূড়ান্ত দিনক্ষণ

ভারতের সাথে অনেক দিন ধরে বাংলাদেশ জাতীয় দলের কোন সিরিজ অনুষ্ঠিত হয় না। তবে আবার জাতীয় দলের সিরিজ না হলেও বিসিবির অন্য দল সিরিজ ভারতীয়দের সাথে। চলতি ম্যাচে ভারতের গুজরাট রাজ্যের সুরাত জেলার লালভাই

কনট্রাক্টর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মানস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপ হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ এবং ভারত এই টি-২০ আসরটি শেষ হবে আগামী ১২ মার্চ।আজ ৭ মার্চ মঙ্গলবার এই টুর্নামেন্টে অংশ নিতে ভারত যাবে

বাংলাদেশ হুইল চেয়ার দল। এই সিরিজ শেষে দেশে ফিরবে ১৩ মার্চ। মানস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপের প্রস্তুতি নিতে আশিয়ান সিটির খেলার মাঠে ৪ দিনের অনুশীলন ক্যাম্প ইতোমধ্যে শেষ হয়েছে।এ আসরে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট

দলের সার্বিক সহযোগিতায় আছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পৃষ্ঠপোষকতায় রয়েছে গ্রামীণফোন, ব্র্যাক, টিম ওরিয়ন, বিজিএমইএ, সিম গ্রুপ ও ইনফো পাওয়ার।আগামী ৯ ও ১০ মার্চ বাংলাদেশ

সময় সকাল ৯টা এবং ১১ মার্চ বিকাল ৫ টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। cricket.com এই ওয়েবসাইট থেকে টুর্নামেন্টটি উপভোগ করা যাবে।বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট স্কোয়াড:মো: মহসিন (অধিনায়ক), রিপন উদ্দিন

(সহ-অধিনায়ক), রনি গায়েন, মো: লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খোরশেদ আলম, মো: রাজন, উজ্জ্বল বৈরাগী, মো: মহিদুল ইসলাম, মো: মোরদেশ আলম, রবিন গায়েন, রনি গায়েন ও স্বপন দেওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *