




বাংলাদেশ জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্ব এখন প্রায় সবারই জানা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্যের পর আলোচনা





হচ্ছে দু’জনের বিরোধ নিয়ে। তবে মাঠের বাইরে যেমনই থাকুক, মাঠের ভেতরে দু’জনের সম্পর্ক খুবই স্বাভা’বিক বলে মন্তব্য করেছেন ওয়ান’ডে দলের অধিনায়ক তামিম ইকবাল। রোববার





মিরপু’রে এক সংবাদ সম্মেলনে এসে তিনি এই মন্তব্য করেন। তামিম বলেন, ‘পরিষ্কার করে বল’ছি যে বাংলাদেশের জার্সি গায়ে আমরা যখন মাঠে নামি, তখন আমাদের মধ্যে কোনো সমস্যা





থাকে না। আমরা এক’সঙ্গে ব্যাটিং করি, পার্টনারশিপ করি। তখন আমাদের মধ্যে কোনো ঝা’মেলা থাকে না।’