





বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা এবং ট্রল করা নতুন কিছু নয়। খারাপ পারফরমেন্সের মধ্যে দিয়ে যাওয়া ক্রিকেটারদের নিয়ে শুরু হয় নানা রকমের সমালোচনার






ঝড়। তার মধ্যে অন্যতম নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর ছয় বছর ধরে সমালোচনা শুনে আসছেন নাজমুল হোসেন শান্ত। যেমনটি কিছুদিন আগেও ছিল লিটন






দাসের পক্ষে। তবে খারাপ সময় কাটিয়ে বর্তমানে দারুন ছন্দে রয়েছেন লিটন দাস। তাইতো নাজমুল হোসেন শান্তর মানসিক অবস্থা এখন বুঝতে পারেন লিটন দাস। গতকাল বিপিএলের ম্যাচ শেষে






সংবাদ সম্মেলনে শান্তকে নিয়ে লিটন বলেন, “আমার মনে হয় শান্ত মানসিকভাবে অনেক শক্ত ছেলে। যেহেতু অনেক দিন ধরে এসব মোকাবিলা করে আসছে…। আপনার যদি জ্বর আসে, আপনি






একদিন হতাশ হবেন”। “কিন্তু যখন নিয়মিত হতে থাকবে, তখন মনে হবে, ‘ধুর এটা আর এমন কী!’ শান্তর ক্ষেত্রেও এমন হয়ে গেছে। এক সাক্ষাৎকারে ও বলেছে, ওর মনে হয় খেলতে নামলে প্রতিপক্ষ






দলের বিপক্ষে খেলে না, পুরো দেশের বিরুদ্ধে গিয়ে খেলে। এটা একজন খেলোয়াড়ের জন্য খুব কঠিন।” “শান্ত ওই জায়গা থেকে বিশ্বকাপে এত ভালো খেলেছে, ঘুরে দাঁড়িয়েছে। আমি মনে করি ও






মানসিকভাবে শক্ত একটা ছেলে, তাই ওকে বলার কিছু নাই। ও জানে কী করতে হবে। ভালো-খারাপ থাকবেই। মানসিকভাবে ও যেমন শক্ত, আমিও ঠিক তা-ই। আমার মনে হয়, ও খুব তাড়াতাড়ি (ছন্দে) ফিরবে।”