




বর্তমান সময়ের দলটিকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা টি-টোয়েন্টি দল বলে মনে করছেন জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। তারুণ্যনির্ভর এই দল টানা ক্রিকেট খেলে নিজেদের আরও শাণিত করলে টি-টোয়েন্টিতে





বাংলাদেশ অনেক এগিয়ে যাবে বলে বিশ্বাস তার।রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভীর ইসলামের মতো ক্রিকেটারদের নেওয়া হয়েছে ইংল্যান্ড সিরিজের দলে। টি-টোয়েন্টিতে





দলের সুদিন ফেরাতে প্রথম ম্যাচে অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট, যার সুফল হিসেবে ধরা দিয়েছে জয়।সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক নাজমুল হোসেন শান্ত-





এই দল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সবাই-ই। এবার সেই জয়ের অন্যতম নায়ক হাসান মাহমুদও শোনালেন আশার বাণী।তিনি বলেন, ‘আমরা জয়ের জন্যই খেলি। এ মুহূর্তে যে দল আছে এটা অন্যতম সেরা… যে খেলোয়াড়রা আছে,





খুবই এনার্জেটিক, মাঠে খুব এফোর্ট দেয় শেষপর্যন্ত। এই দল চালিয়ে গেলে টি-টোয়েন্টিতে সবার থেকে আমরা এগিয়ে থাকব।’তরুণদের প্রাধান্য দিয়ে গড়া এই দলে সবার উদ্যম আর নিবেদন দেখার মতো, যার দৃষ্টান্ত দারুণ ফিল্ডিং।





এই সিরিজে তরুণদের দুর্দান্ত ফিল্ডিং নৈপুণ্য বিশেষভাবে নজর কেড়েছে।হাসান জানালেন, ‘সবাই ফিল্ডিংয়ে উন্নতির চেষ্টা করে, মাঠে সবাই গোছানো থাকার চেষ্টা করছে। আছে না ফাস্ট বোলাররা একটু পেছনে দাঁড়ায় বা কভার-পয়েন্টে দাঁড়ায় না। এখন সবাই যেকোনো জায়গায় ফিল্ডিং করতে প্রস্তুত।’