আজ দুপুরে আইসিসি ঘোষণা করেছে বর্ষসেরা ওয়ানডে দল। আইসিসির বর্ষসেরা সেই ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। বিভিন্ন মহলে যখন প্রশংসায় ভাসছেন সেই ৩ ক্রিকেটার, তখন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করলেও বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা দেয় রাত ৮ টার পর। তবে এত পরে দিলেও সেখানে গলদটা খুব চোখে পড়ার মত। মুস্তাফিজুর রহমানকে যে বেমালুম ভুলে যাওয়া হয়েছে!
সেই পোস্ট চোখে পড়ার পর যোগাযোগ করা হয় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর সঙ্গে। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি এবং দ্রুত পদক্ষেপ নেন।
এরপর ভুল পোস্টটি ডিলিট করে নতুন পোস্ট করা হয়। বিষয়টি নজরে আনার জন্য ধন্যবাদ জানান তানভীর আহমেদ টিটু। দ্রুতই বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যম ঢেলে সাজিয়ে বিশ্বমানের করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।