




ছোট রানআপে এসে বল ছুড়লেন চন্ডিকা হাথুরুসিংহে। এক হাঁটু মাটি’তে রেখে সোজাসুজি উড়িয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বোলিং প্রান্তে থাকা হাথুরুসিংহে এবার যেন হয়ে গেলেন





আম্পায়ার, দুই হাত উঁচু করে দিলেন ছয়ের ইঙ্গিত। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে রোববার (২৬ ফেব্রুয়ারি) দেখা যায় এমন দৃশ্য। ব্যাটিং শেষে মিরাজ এগিয়ে





আসেন হাথুরুসিংহের দি’কে, দুজনকেই হাসতে দেখা যায় ওই মুহুর্তে। কিছু একটা বলে মিরাজের পিঠ চাপড়ে দেন দ্বিতীয় মেয়াদের কোচ হয়ে আসা হাথুরুসিংহে। ইনডোরে নেট বোলারদের





বিপক্ষে মূলত ব্যাটিং করছিলেন মিরাজ। পুরোটা সময় পর্যবেক্ষণে ছিলেন হাথুরুসিংহে। শেষ দিকে নিজেই বনে যান স্পিনার, তার আগে ফিল্ড সেটাপের কাজটিও সেরে নেন ইশারা দিয়ে। এক





ওভা’রের বোলিংয়ে মিরাজ’কে দেখা গেছে সাবলীল, যার মধ্যে ছয়ের মার ছিল দুটি। হাথুরুসিংহের এই ওভারের মাধ্যমে ইনডোরের নেটে মিরাজের ব্যাটিং সেশনের ইতি ঘটে। বোলার মিরাজ ছাপিয়ে





অলরাউন্ডার মিরাজ হিসেবে গায়ে লেগেছে তকমা। ব্যাট হাতে হয়ে উঠছেন ধারবাহিক। নেট সেশনে পেলেন কোচের বাহবা। কদিন আগেই শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও কথা বলেছে





তার ব্যাট। এলিমেনেটর ম্যাচে হাঁকিয়েছিলেন ফিফটি। বিপিএলে ১০ ম্যাচে করেন ২০৮ রান। গত ডিসেম্বরে মিরাজের ব্যাটে ভর করে ভারতের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। ক্যারিয়ারের





প্রথম সেঞ্চুরির দেখা পান বিরাট কোহলি’দের বিপক্ষে। বলতে গেলে ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময় কাট’ছে তার। গত বছর ১৫ ম্যাচে ৬৬ গড়ে করেছেন ৩৯২ রান। এর আগে ২০২১





সালে সর্বোচ্চ গড় ছিল ২১.৫০। আসন্ন ইংল্যান্ড সিরিজেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। অনুশীলন শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবালের কন্ঠে





ঝরেছে মিরাজের প্রশংসা। তামিমের কাছে মিরাজের দলে থাকা মানে আশীর্বাদ। অলরাউন্ডিং পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘সাকিব-মিরাজ’দের পাওয়া গেলে





অধিনায়কের একাদশ গঠনের কাজ’টা সহজ হয়ে যায়। আগে শুধু সাকিব ছিল, এখন মিরাজকেও ওই ভরসা আমরা করতে পারি। মিরাজকে’ও ব্যাটসম্যান হিসেবে ধরা যায়। এটি আমাদের জন্য





আশীর্বাদ। আমি সবসময় মনে করি তার অবিশ্বাস্য মেধা আছে, আত্মবিশ্বাস আছে। আসলে ওর দুইটাই আছে। ভালো কিছু হতে পারে।’ মিরাজ এখন দলে অপরিহার্য সদস্য উঠে’ছেন। কোচ-অধিনায়কের





কাছ থেকে পাচ্ছেন গুরুত্ব। এর আগে অনুশীলন শেষে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের নিয়ে করা হাথুরুসিংহের বৈঠকে মিরাজও ছিলেন। এবার তামিমও কথা বলছেন একই আব’হে।





ভারত সিরিজে’র মতো এবারও মিরাজ কি ব্যাট হাতে লেয়ার অর্ডারে আস্থার প্রতীক হতে পারবেন?