শনিবার রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার ঢাকা ম্যাচ শেষে চলে যাওয়ার সময় শেরেবাংলার গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিসিবি সভাপতি , ‘তামিম আমাকে বলেছে যে, আপনি আমাকে টি-টোয়েন্টি ফরম্যাটে জোর করবেন না। আপনি বললে আমাকে আসতেই হবে।
তবে আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না।’ তবে তামিমের এই কথাটা বিপিএল চলার সময়ে নয়। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের কথা। তখন তামিমকে দলে ফেরাতে চেয়েছিলেন পাপন। সেই সময় তামিমকে আকার ইঙ্গিতে অধিনায়ক হওয়ার প্রস্তাবও নাকি দেওয়া হয়েছিল।
সেই প্রসঙ্গটা আজ কথাবার্তার এক পর্যায়ে বলে ওঠেন পাপন, ‘তামিমের সাথে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম-তুমি টি-টোয়েন্টিতে আবার ফেরত আসো। এটা ছাড়বা কেন। তুমি আমাদের বেস্ট ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না।’
পাপন যোগ করেন, ‘এটা বলার পর আমার মনে হয়েছে, ওকে আর কিছু বলা উচিত না। কেউ যদি খেলতেই না চায়, থাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’
তার মানে আনুষ্ঠানিক অবসর না হলেও তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ ধরে নেওয়া যায়। এখন তামিম যদি সিদ্ধান্ত পাল্টানোর ঘোষণা না দেন, তবে বুঝতে হবে তিনি আর লাল-সবুজ জার্সি গায়ে চাপিয়ে টি-টোয়েন্টি খেলবেন না।