ফুটবল বিশ্বের বড় দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো উভয়েই দেশ ও ক্লাবের হয়ে টানা ১৫টি ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার রেকর্ড করেছিলেন। তাদের সেই রেকর্ড ভেঙেছেন নেইমার জুনিয়র।






ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র দেশ ও ক্লাবের হয়ে টানা ১৬ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার রেকর্ড করেছেন। তুলুসের বিপক্ষে ম্যাচে গোল করার মধ্য দিয়ে এই রেকর্ড করেন তিনি।






তুলুসের বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটে পিএসজিকে এগিয়ে দেওয়া গোলটি করেন নেইমার জুনিয়র। আর এই গোলটি করার মাধ্যমেই মেসি রোনালদোকে ছাড়িয়ে যান তিনি।
মেসি টানা ১৫ ম্যাচে ১৭টি গোল এবং ৯টি অ্যাসিস্ট করেছিলেন। রোনালদো টানা ১৫ ম্যাচে ২১টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছিলেন। ১৬ ম্যাচে নেইমারের গোলের সংখ্যা ২১টি এবং অ্যাসিস্ট ৯টি।