বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রঙিন পোশাকে সেরা বোলার মোস্তাফিজুর রহমান। দিনে দিনে নিজেকে আরও বেশি ধারালো করছেন দা ফিজ। মোস্তাফিজুর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন স্টিভ রোডস। রোডসের মেয়াদেও বাংলাদেশ যেসব সাফল্য পেয়েছে সেখানে অবদান রেখেছেন মোস্তাফিজ।
২০১৯ বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরখাস্ত করে স্টিভ রোডসকে। বিশ্বকাপের ওই টুর্ণামেন্টে দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। ২০ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা একাদশে ছিলেন তিনি। তবে মুস্তাফিজ আগের থেকেও বেশি পরিনিত! জানিয়েছেন টাইগারদের সাবেক কোচ স্টিভ রোডস।
এক ভিডিও বার্তায় রোডস বলেছেন,‘আমরা সবাই জানি ফিজ কী করতে পারে। তবে আমি যখন এখানে ছিলাম, সেই সময় থেকে এখন ওর মধ্যে পার্থক্য দেখছি। সে এখন আরও ভালো বোলার। আরো ধারালো হয়েছে। কারণ ওয়ানডে ক্রিকেটের জন্য সে কিছু ব্যাপারে উন্নতি করেছে।’